নিয়োগ বিজ্ঞপ্তি

আত্মবিশ্বাস একটি জাতীয় পর্যায়ের স্বীকৃত বেসরকারী উন্নয়নমূলক সংস্থা, যা ১৯৯১ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে আসছে। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ-০০৯৬৯-০০২২৬-০০০৩৬) সহ একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত। ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে নিম্নোক্ত পদে যোগ্য প্রার্থীদের থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
 
আবেদনকারীদের পূর্ণ জীবনবৃত্তান্ত (ইমেইল ও মোবাইল নম্বরসহ), ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি সহ আগামী ৩০ ডিসেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে আত্মবিশ্বাস NGO, আসমা প্যালেস, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা-৭২০০ ঠিকানায় ডাক/কুরিয়ার/সরাসরি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন ইমেইলে জমা দেওয়া যাবে: atmabiswas_ngo@yahoo.com। প্রয়োজন হলে ০১৭১৩৩০২৯৩০ / ০১৭১৪৮১২৯৪৩ নম্বরে যোগাযোগ করতে পারেন , এখানে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
 ১. এরিয়া ম্যানেজার- (৫ জন): শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন বিষয়ে মাস্টার্স/চার বছর মেয়াদী অনার্স। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে ০৫ টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে। মোটর সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে জানানো হবে
 ২. ব্রাঞ্চ ম্যানেজার– (১০ জন): শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন বিষয়ে মাস্টার্স। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স- সর্বনিম্ন ২৫ বছর।বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে জানানো হবে
 
 ৩.হিসাবরক্ষক– (৫ জন): শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে বিভাগ হতে মাস্টার্স/ অনার্স। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যার চালনা, রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনা বিষয়ে দক্ষতা থাকতে হবে। বয়স- সর্বনিম্ন ২৫ বছর। বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে জানানো হবে

 
 ৪. ফিল্ড অফিসার– (২০ জন): শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন বিষয়ে মাস্টার্স। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ১-২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স- সর্বনিম্ন ২৫ বছর।বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে জানানো হবে
 
 এছাড়াও সাপ্তাহিক ২ দিন ছুটি, পি.এফ, গ্রাচুয়িটি, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য যে, সকল পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত (ফেরত যোগ্য) প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে ও অনলাইন আবেদনের জন্য ভিজিট করুন: https://www.atmabiswas.org
 
বিঃ দ্রঃ খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না।


উক্ত নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। 

Scroll to Top